অস্ট্রেলিয়ানদের ফাঁসি ঠেকানো যাবে না : ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়ানদের ফাঁসি কোন কিছু দিয়েই ঠেকানো যাবে না উল্লেখ করে ইন্দোনেশিয়ার এর্টনি জেনারেল বলেছেন, শীঘ্রই মাদক চোরা কারবারীদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হবে।
অভিযুক্ত দুই অস্ট্রেলিয়ানের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে দেশটির টানাপোড়েনের মধ্যেই শুক্রবার নতুন এ ঘোষণা এলো। এদিকে অভিযুক্ত এ দু’জনকে রক্ষায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবটের তৎপরতার সমালোচনা করেছে ইন্দোনেশিয়া।
দেশটি ইতোমধ্যে নিশ্চিত করেছে, পরবর্তী ধাপেই তথাকথিত বালি নাইন গ্রুপের মূল দুই হোতা এন্ড্রু চান (৩১) ও মুরান সুকুমারানের (৩৩) মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
এর্টনি শুক্রবার সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নে কোন কিছুই বাধা হতে পারবে না।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় হেরোইন পাচারের অভিযোগে ২০০৫ সালে বালি দ্বীপ থেকে এ দু’জনসহ নয় অস্ট্রেলীয়কে গ্রেফতার করা হয়।
আরএস/পিআর