ইলেক্টোরাল ভোট : ট্রাম্প ১৬৮ হিলারি ১৩১
যতই সময় যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সবার মনে একটাই প্রশ্ন- দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যের ভোটের ফল পাওয়া যাবে। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোটের ফল পাওয়া গেছে।
এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ১৬৮টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ১৩১টি ইলেক্টোরাল ভোট।
অর্থাৎ এখন পর্যন্ত ৪১টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পের আর মাত্র ১০২টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। অপরদিকে হিলারির প্রয়োজন ১৩৯টি ইলেক্টোরাল ভোট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।
৫০ রাজ্যসহ মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮। এর মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫ জন ও সিনেট সদস্য ১০০ জন। এ নিয়ে মোট ৫৩৫ জন। এছাড়া বিশেষ মর্যাদায় তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট দেয়ার ক্ষমতা রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির। সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য, যার অর্ধেক ২৬৯।
টিটিএন/পিআর