ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোট ভোটের ৪৯ ভাগ ট্রাম্পের

প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৯ নভেম্বর ২০১৬

এখন পর্যন্ত ট্রাম্প মোট ভোট পেয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ৩৩৩টি। অপরদিকে হিলারি পেয়েছেন ২ কোটি ২০ লাখ ২৬ হাজার ৮২৯টি ভোট। মোটে ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

ভোটের ফল অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ৪৯ ভাগ ভোট এবং হিলারি পেয়েছেন ৪৭ ভাগ ভোট।
এদিকে, গ্রিন দলের আরেক প্রার্থী পেয়েছেন ১৩ লাখ ৬০ হাজার ৫৯টি ভোট। অর্থাৎ তিনি ভোট পেয়েছেন ৩ ভাগ। এছাড়া অন্য প্রার্থীরা পেয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৫২২ ভোট।

এদিকে, ইলেক্টোরাল ভোটেও এগিয়ে আছেন ট্রাম্প। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ১৪০টি ইলেক্টোরাল ভোট। এবং হিলারি ক্লিনটন পেয়েছেন ১০৪। অর্থাৎ ৩৬টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে আর মাত্র ১৩০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। অপরদিকে হিলারির আরো ১৬৬টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

টিটিএন/পিআর

আরও পড়ুন