আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও অভিবাসন পরিকল্পনায় অটল ওবামা
টেক্সাসের একটি আদালতের স্থগিতাদেশ থাকার পরও নিজের অভিবাসন সংস্কার পরিকল্পনায় অটল রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পরিপ্রেক্ষিতে নথিপত্রহীন ৫০ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতের নির্দেশ যেন বাস্তবায়ন করতে না হয় সেই উদ্যোগ নিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র্রের ২৬টি রাজ্যের পাশাপাশি টেক্সাসের ফেডারেল আদালতও সোমবার ওবামার এই উদ্যোগের বিরুদ্ধে রায় দিয়েছেন। খবর বিবিসি ও এএফপির। বুধবার অভিবাসীদের ফেরত পাঠানোর প্রথম পর্ব শুরু হওয়ার কথা ছিল। সামনে আইনি লড়াইয়ের জন্য ওই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তবে এ ইস্যুটির সমাধান হোয়াইট হাউসের পক্ষেই যাবে বলে মনে করছেন প্রেসিডেন্ট ওবামা।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, `আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি এই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমি মনে করি আইন আমাদের পক্ষে আছে, ইতিহাসও আমাদের পক্ষে আছে।` হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, তারা আইনিভাবে শক্ত অবস্থানে আছেন এবং কয়েকদিনের মধ্যেই ওই সিদ্ধান্তের বিষয়ে জরুরি স্থগিতাদেশ চাইতে পারেন। আদালতের ওই আদেশের বিরুদ্ধে বিচার বিভাগ আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নথিপত্রহীন অভিবাসীদের বৈধতার আবেদন করতে সুযোগ দেওয়ার একটি পরিকল্পনা স্থগিত করেছে ওবামা প্রশাসন। সোমবারে আদালতের আদেশের কারণে যুক্তরাষ্ট্রব্যাপী ছড়িয়ে থাকা লাখ লাখ নথিপত্রহীন অভিবাসী ক্ষতিগ্রস্ত হবেন। এদের মধ্যে ২০১০-এর পরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ২ লাখ ৭০ হাজার অভিবাসী তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এআরএস/এমএস