ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনের ইতিহাস

প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৮ নভেম্বর ২০১৬

বর্তমান পৃথিবীতে একক বৈশ্বিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব হওয়ায় তাদের রাষ্ট্রপতি নির্বাচন সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে বিশ্বব্যাপী কৌতূহলের যেনো শেষ নেই। মার্কিন নির্বাচন আমেরিকাসহ পুরো বিশ্বের মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করেছে। কে হতে চলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট? হিলারি ক্লিনটন না ডোনাল্ড ট্রাম্প?

আজ ৮ নভেম্বর মার্কিন নাগরিকরা তাদের পরবর্তী রাষ্ট্রপতি বাছাই করতে ভোট দেবেন। নির্বাচন শেষে জানা যাবে, ডোনাল্ড ট্রাম্প নাকি সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট।

৪ বছর পর পর রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। একজন রাষ্ট্রপতি শুধু দুইবার পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হতে পারেন। এছাড়া কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে সেই দায়িত্ব যিনি গ্রহণ করবেন, তিনি এই মেয়াদের ২ বছর এবং পরে সর্বোচ্চ ২ মেয়াদের জন্য, এভাবে সর্বমোট ১০ বছর ক্ষমতায় থাকতে পারেন।

আমেরিকানরা এখন পর্যন্ত পেয়েছে ৪৪ জন প্রেসিডেন্ট। এদের অনেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত।

১৭৮৯ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন দুই দফায় ছিলেন দেশের প্রেসিডেন্ট।

ক্রীতদাস প্রথা উচ্ছেদের কারণে আব্রাহাম লিঙ্কন এখনো স্মরণীয়, তেমনি টমাস জেফারসন বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার প্রথম প্রেসিডেন্ট। তিনবার মার্কিন প্রেসিডেন্ট থাকাদের তালিকায় সবার আগে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাম রয়েছে। এছাড়া জন এফ কেনেডি, রোনাল্ড রিগ্যান এখনো অনুসরণীয় আদর্শ।

নানা অপকর্মের কারণে আমেরিকার কয়েকজন প্রেসিডেন্ট কুখ্যাতও হয়ে আছেন। রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করতে বাধ্য হন। গৃহযুদ্ধের জন্য দায়ী ফ্রাঙ্কলিন পিয়ের্স, আর আব্রাহাম লিঙ্কনের অমর কীর্তি ধ্বংস করার কুখ্যাতি রয়েছে অ্যান্ড্রু জনসনের। এছাড়া আগ্রাসী ও যুদ্ধবাজ হিসেবে পরিচিত জর্জ ডব্লিউ বুশ।

যুক্তরাষ্ট্রের ৪৪ জন প্রেসিডেন্টের নামের তালিকা ও মেয়াদকাল :

প্রেসিডেন্টের নাম

মেয়াদকাল

জর্জ ওয়াশিংটন

এপ্রিল,৩০ ১৭৮৯-মার্চ ৪, ১৭৯৭

জন অ্যাডামস

মার্চ ৪, ১৭৯৭-মার্চ ৪, ১৮০১

টমাস জেফারসন

মার্চ ৪, ১৮০১-মার্চ ৪, ১৮০৯

জেমস ম্যাডিসন

মার্চ ৪, ১৮০৯-মার্চ ৪, ১৮১৭

জেমস মনরো

মার্চ ৪, ১৮১৭ -মার্চ ৪, ১৮২৫

জন কুইন্সি অ্যাডামস

মার্চ ৪, ১৮২৫ -মার্চ ৪, ১৮২৯

অ্যান্ড্রু জ্যাকসন

মার্চ ৪, ১৮২৯-মার্চ ৪, ১৮৩৭

মার্টিন ভ্যান বিউরেন

মার্চ ৪, ১৮৩৭ -মার্চ ৪, ১৮৪১

উইলিয়াম হেনরি হ্যারিসন

মার্চ ৪, ১৮৪১ -এপ্রিল ৪, ১৮৪১

জন টাইলার

এপ্রিল ৪, ১৮৪১-মার্চ ৪, ১৮৪৫

জেমস নক্স পোক

মার্চ ৪, ১৮৪৫ -মার্চ ৪, ১৮৪৯

জ্যাকারি টেইলর

মার্চ ৪, ১৮৪৯ -জুলাই ৯, ১৮৫০

মিলার্ড ফিল্মোর

জুলাই ৯, ১৮৫০ -মার্চ ৪, ১৮৫৩

ফ্রাংক্লিন পিয়ের্স

মার্চ ৪, ১৮৫৩ -মার্চ ৪, ১৮৫৭

জেমস বিউকানান

মার্চ ৪, ১৮৬১ -মার্চ ৪, ১৮৬১

আব্রাহাম লিংকন

মার্চ ৪, ১৮৬১ -এপ্রিল ১৫, ১৮৬৫

অ্যান্ড্রু জনসন

এপ্রিল ১৫, ১৮৬৫ -মার্চ ৪, ১৮৬৯

ইউলিসিস এস গ্রান্ট

মার্চ ৪, ১৮৬৯ -মার্চ ৪, ১৮৭৭

রাদারফোর্ড বি হেইজ

মার্চ ৪, ১৮৭৭ -মার্চ ৪, ১৮৮১

জেমস গারফিল্ড

মার্চ ৪, ১৮৮১ -সেপ্টেম্বর ১৯, ১৮৮১

চেস্টার এ আর্থার

সেপ্টেম্বর ১৯, ১৮৮১ -মার্চ ৪, ১৮৮৫

গ্রোভার ক্লিভল্যান্ড

মার্চ ৪, ১৮৮৫ -মার্চ ৪, ১৮৮৯

বেঞ্জামিন হ্যারিসন

মার্চ ৪, ১৮৮৯ -মার্চ ৪, ১৮৯৩

গ্রোভার ক্লিভল্যান্ড (দ্বিতীয়বার)

মার্চ ৪, ১৮৯৩ -মার্চ ৪, ১৮৯৭

উইলিয়াম ম্যাকিনলি

মার্চ ৪, ১৮৯৭ -সেপ্টেম্বর ১৪, ১৯০১

থিওডোর রুজভেল্ট

সেপ্টেম্বর ১৪, ১৯০১ -মার্চ ৪, ১৯০৯

উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট

মার্চ ৪, ১৯০৯ -মার্চ ৪, ১৯১৩

উড্রো উইলসন

মার্চ ৪, ১৯১৩ -মার্চ ৪, ১৯২১

ওয়ারেন জি হার্ডিন

মার্চ ৪, ১৯২১ -আগস্ট ২, ১৯২৩

ক্যালভিন কলিং

আগস্ট ২, ১৯২৩ -মার্চ ৪, ১৯২৯

হার্বাট হোভার

মার্চ ৪, ১৯২৯ -মার্চ ৪, ১৯৩৩

ফ্রাঙ্খলিন ডি রোভভেল্ট

মার্চ ৪, ১৯৩৩ -এপ্রিল ১২, ১৯৪৫

হ্যারি ট্রুম্যান

এপ্রিল ১২, ১৯৪৫ -জানুয়ারি ২০, ১৯৫৩

ডোয়াইট ডি আইজেনহাওয়ার

জানুয়ারি ২০, ১৯৫৩ -জানুয়ারি ২০, ১৯৬১

জন এফ কেনেডি

জানুয়ারি ২০, ১৯৬১- নভেম্বর ২২, ১৯৬৩

লিয়ন্ড জনসন

নভেম্বর ২২, ১৯৬৩ -জানুয়ারি ২০, ১৯৬৯

রিচার্ড নিক্সন

জানুয়ারি ২০, ১৯৬৯ -আগস্ট ৯, ১৯৭৪)

গেরাল্ড ফোর্ট

আগস্ট ৯, ১৯৭৪ -জানুয়ারি ২০, ১৯৭৭

জিমি কার্টার

জানুয়ারি ২০, ১৯৭৭- জানুয়ারি ২০, ১৯৮১

রোনাল্ড রেগান

জানুয়ারি ২০, ১৯৮১ -জানুয়ারি ২০, ১৯৮৯

জর্জ এইচ ডব্লিউ বুশ

জানুয়ারি ২০, ১৯৮৯ -জানুয়ারি ২০, ১৯৯৩

বিল ক্লিনটন

জানুয়ারি ২০, ১৯৯৩ -জানুয়ারি ২০, ২০০১

জর্জ ডব্লিউ বুশ

জানুয়ারি ২০, ২০০১-জানুয়ারি ২০, ২০০৯

বারাক ওবামা

জানুয়ারি ২০, ২০০৯ -বর্তমান

*তথ্যসূত্র : উইকিপিডিয়া ও দ্য গার্ডিয়ান।


এআরএস/এমএস

আরও পড়ুন