ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের লজ্জা ট্রাম্প’

প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের শেষ সময়ে সবার একটাই প্রশ্ন কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের এক মুহূর্তও বসে থাকার সময় নেই। নির্বাচনের আগে ভোটারদের নিজেদের দিকে টানতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এই নির্বাচনে হিলারির প্রতি সমর্থন জানিয়েছেন ইরাকে নিহত এক মুসলিম সেনার পরিবার। এক নির্বাচনী প্রচারণায় হিলারির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন তারা। সেসময় ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের লজ্জা বলেছেন নিহত সেনার বাবা খিজির খান। নির্বাচনের মাত্র একদিন আগে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করলেন তিনি।

এর আগেও ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছিলেন খিজির খান এবং তার স্ত্রী। রোববার নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী প্রচারণায় ছেলে হুমায়ুন খানের স্মৃতিচারণ করে জানান,  ২০০৪ সালে ইরাকের বাকুবাহ এলাকায় এক বিস্ফোরণে নিহত হয় তার ছেলে।

সেসময় হিলারির অভিজ্ঞতা এবং মেজাজের প্রশংসা করেন খিজির খান। তিনি বলেন, ‘এই নির্বাচনই আমেরিকা এবং বিশ্বের ভবিষ্যত নির্ধারণ করবে।’

তিনি আরো বলেন, নির্বাচনে দু’জন প্রার্থী রয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যার নীতি হচ্ছে ঘৃণা, বিদ্বেষ এবং বিভেদ। অন্য প্রার্থী হচ্ছেন হিলারি ক্লিনটন। যিনি সারাজীবন জনসেবা করেছেন।

তাই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে চান সেটা মার্কিন জনগণকেই বেছে নিতে হবে।

টিটিএন/পিআর

আরও পড়ুন