ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আলেপ্পোয় সংঘর্ষে নিহত দেড় শতাধিক

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

সিরিয়ার আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে প্রায় দেড় শতাধিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ জনই সরকারপন্থী যোদ্ধা রয়েছেন বলে জানা গেছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

মানবাধিকার সংগঠনটি জানায়, মঙ্গলবার সেনাবাহিনী আলেপ্পোর উত্তরের কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং বিদ্রোহীদের সরবরাহ লাইন বিচ্ছিন্নের চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এছাড়া আলেপ্পোর অন্যান্য এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি।

সংগঠনটির প্রধান রামি আব্দুল রহমান জানান, সরকার পক্ষের হতাহতের সংখ্যা আরও বেশী হবে। কারণ সরকারি সেনা ও যোদ্ধাদের এখনও ২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জানান, বিভিন্ন বিদ্রোহী সংগঠনের অন্তত ৬৬ জন এবং নুসরা ফ্রন্টের অন্তত ২০ জন নিহত হয়েছে।

উল্লেখ্য, আলেপ্পো প্রদেশটির বিভিন্ন এলাকায় এখন সরকারিবাহিনী এবং আল নুসরাফ্রন্টসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। জাতিসংঘ সেখানে মানবিক সাহায্য পৌঁছার অনুমতি দিতে অনেক আগে থেকেই যুদ্ধবিরতির কথা বলে আসছে।

এএইচ/পিআর