ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিবীয় উপকূলে ১০ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:২২ এএম, ০৬ নভেম্বর ২০১৬

লিবীয় উপকূলে রাবারের তৈরি একটি ছোট নৌকা থেকে ১০ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো ২ হাজার ২শ’ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী।

শুক্রবারের অভিযানে ১২শ’ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া শনিবার ১৬টি উদ্ধার অভিযান চালিয়ে বিপুল সংখ্যক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, নারী এবং শিশুসহ বহু শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। রেড ক্রস বলছে, তারা একটি নৌকা থেকে ৭শ’ ৭ জনকে উদ্ধার করেছে।

শুক্রবার ৮শ’ ৬৭ শরণার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। ওই শরণার্থীদের মধ্যে ১১৯ জন নারী এবং আট শিশু ছিল।

ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ২শ’ ২০ শরণার্থী প্রাণ হারিয়েছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন