ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাত খুনের দায় স্বীকার মার্কিন নাগরিকের

প্রকাশিত: ১০:২৯ এএম, ০৬ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে সাত খুনের দায় স্বীকার করেছেন টোড কোহলহেপ নামের এক ব্যক্তি। টোডের বাড়ির কাছ থেকে কুকুরের মত করে চেইন দিয়ে বেধে রাখা এক নারীকে উদ্ধার করা হয়। পরে টোডকে আটক করে পুলিশ।

পুলিশের কাছে আটক হওয়ার পর নিজের কুকর্মের কথা স্বীকার করেছেন টোড। সে জানিয়েছে, ২০০৩ সালে সে চারজনকে হত্যা করেছে।

এছাড়া সে আরো দু’জনকে হত্যা করে নিজের বাড়ির কাছেই মাটি চাপা দিয়ে রেখেছিল। পুলিশকে সে ওই দু’টি কবরও দেখিয়েছে। সে বন্দি ওই নারীর প্রেমিককেও হত্যার দায় স্বীকার করেছে।

শুক্রবার তার বাড়ির কাছে ওই নারীর মৃতদেহ পাওয়ার পরই সেখানে তল্লাশি শুরু করে পুলিশ। কিছু দূরেই এক নারীকে কুকুরের মত চেইন দিয়ে একটি কন্টেইনারের মধ্যে আটকে রাখা হয়েছিল।

গত আগস্ট থেকেই ওই নারী এবং তার প্রেমিক নিখোঁজ ছিলেন। তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

টিটিএন/পিআর

আরও পড়ুন