ফিলিপাইনে কারাগারে মেয়রকে গুলি করে হত্যা
ফিলিপাইনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক মেয়রকে কারাগারে গুলি করে হত্যা করেছে পুলিশ।
পুলিশ বলছে, কেন্দ্রীয় আলবুয়েরা শহরের মেয়র রোলানদো এসপিনোসাকে অস্ত্র অনুসন্ধানের সময় গুলি করেছে কর্মকর্তারা।
প্রেসিডেন্ট রোদ্রিগো দুতেরতে দেশ থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করার শপথ নিয়েছেন। দুতেরতের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযানে এ পর্যন্ত ৪ হাজার মানুষ নিহত হয়েছে।
এর আগে মাদকবিরোধী অভিযানে ৯ দেহরক্ষীসহ দেশটির আরো এক মেয়র নিহত হন। নিহত মেয়রের নাম সামসুদ্দিন দিমাউকোম। তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সাউদি আম্পাতুয়ানের দায়িত্বে ছিলেন।
টিটিএন/এবিএস