ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মসুল জয়ে আশাবাদী আইএস নেতা বাগদাদী

প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৪ নভেম্বর ২০১৬

ইরাকের মসুল শহর জয়ে আশাবাদ ব্যক্ত করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদী।
২০১৪ সালে মসুল শহরটি দখলের পর সেখানে শক্ত ঘাঁটি তৈরি করে আইএস।

জঙ্গিদের হাত থেকে শহরটি পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। তারা মসুল দখলের খুব কাছাকাছি চলে এসেছে। এই প্রথম ইরাকি বাহিনীর উদ্দেশে নিজেদের জয়ের বার্তা দিলেন আইএস প্রধান। ইরাকে জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই একটি মাত্র শহরই অবশিষ্ট রয়েছে।

বৃহস্পতিবার বাগদাদীর একটি অডিও প্রকাশিত হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, ‘ইসলামিক স্টেটের এই লড়াই এবং যুদ্ধ আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। আল্লাহ চাইলে আমরা অবশ্যই বিজয়ী হবো।’

টিটিএন/পিআর

আরও পড়ুন