ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর পরিকল্পনা

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ৩০ জুন ২০১৪

যুদ্ধবিধ্বস্ত ইরাকে আটকে পড়া প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। ইতোমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মধ্যপ্রাচ্যে নিযুক্ত প্রায় সব ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতে নিযুক্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া অপহৃতদের উদ্ধারে তাদের সাহায্যও চেয়েছেন। তিনি সার্বিক পরিস্থিতিও পর্যালোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, তিকরিত ও মসুল শহরে কর্মরত ভারতীয় নার্সরা চাইলেই তাদের ফেরানোর সব রকম ব্যবস্থা করবে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন, বিশেষ একদল কর্মকর্তারা ইরাকের নানা জায়গায় ভারতীয়দের কাছে যাবেন। তাদের ব্যাপারে খোঁজখবর নিবেন। প্রত্যেক ভারতীয়কে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সাহায্য করতে আমরা প্রস্তুত আছি।

আকবন উদ্দিন আরো বলেন, কারও পাসপোর্টের সমস্যা বা মালিকের সঙ্গে দেনা-পাওনা সংক্রান্ত সমস্যা থাকলে সেটাও আমরা দেখব। এছাড়া তাদের কাছে যদি বিমানের টিকিটের টাকাও না থাকে সরকার সেটাও মিটিয়ে দেবে।

এদিকে নাজাফ, কারবালা ও বাসরা শহরে ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য ভারত ইতোমধ্যেই তিনটি ক্যাম্প অফিস চালু করেছে। এছাড়া বাগদাদে ভারতীয় দূতাবাসে চব্বিশ ঘণ্টার একটি হেল্পলাইন চালু আছে।

প্রসঙ্গত, ইরাকে এই মুহূর্তে প্রায় ১০ হাজার ভারতীয় আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই তেল-জ্বালানি-আইটি বা শিক্ষাখাতে কর্মরত। পাশাপাশি কিছু অংশ নির্মাণ ও স্বাস্থ্যখাতে ছোটখাটো কাজকর্ম করছেন। দেশটির চলমান পরিস্থিতিতে এখনও ৩৯ জন ভারতীয় নাগরিক অপহরণেকারীদের কব্জায় আছেন। তাদের উদ্ধারের ব্যাপারে খুব একটা অগ্রগতি না-হলেও বাকিদের প্রাণ বাঁচাতে বিশেষ একদল কর্মকর্তাকে শুধু এই কাজের জন্যই ইরাকে পাঠিয়েছে ভারত সরকার। বিবিসি