পাকিস্তানে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১০
পাকিস্তানের গাদানির একটি শিপব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত তেলের ট্যাংকারে দফায় দফায় বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৪৫ জন। মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের গাদানির শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশের উপ-সুপারিনটেনডেন্ট বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ইয়ার্ডে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৩০ শ্রমিক নিখোঁজ রয়েছে। এ ছাড়া জাহাজের আটকা পড়েছেন অনেকেই।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধার তৎপরতা বাড়াতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি জেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথ উদ্ধার তৎপরতা শুরু করেছে।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিত্যক্ত একটি তেলের ট্যাংকারে অন্তত ৮ বার বিস্ফোরণ হয়েছে।
এসআইএস/আরআইপি