চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : নিহত ১৫
চীনে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। সোমবার দক্ষিণ-পশ্চিমের চোংয়িং শহরে ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছে। শিনহুয়া নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খনিতে আরো আটজন আটকে আছেন বলে খবরে জানানো হয়েছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে চোংয়িং জেলার লাইসু শহরে ব্যক্তি মালিকানাধীন জিনসাংগু কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খনিটিতে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের সময় মাত্র দুজন সেখান থেকে পালাতে সক্ষম হয়। খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ২০০-র বেশি উদ্ধারকর্মী এবং পুলিশ কাজ করছে।
কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন রয়েছে। চীনে প্রায়ই খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বছর খনি বিস্ফোরণের ঘটনায় ৫৯৮ জন শ্রমিক নিহত হন।
টিটিএন/পিআর