কুকুর মারলেই স্বর্ণমুদ্রা পুরস্কার
এবার কুকুর মারতে পারলেই মিলবে পুরস্কার। রাস্তার কুকুরের হাত থেকে নিরীহ মানুষদের বাঁচাতে এমন ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্যের সেন্ট থমাস কলেজের একটি সংগঠন। খবর এনডিটিভির।
কেরালার রাস্তায় কুকুরের আক্রমণে সাধারণ মানুষের জীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত কয়েক মাসে কুকুরের কামড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৭০০ জন। এদের মধ্যে ১৭৫ জনই শিশু।
এ বছর এখন পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে প্রায় ৫৩ হাজার মানুষ। প্রাক্তনী সংগঠনের অভিযোগ, কুকুর নিয়ন্ত্রণ করতে কোনো ব্যবস্থাই নেয়নি পুরসভা বা পঞ্চায়েতগুলো। এই অবস্থায় স্বর্ণমুদ্রার পুরস্কার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছেন তারা। তাদের দাবি, এ ধরনের ঘোষণায় কুকুর হত্যায় আগ্রহ জন্মাবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব পঞ্চায়েত বা পুরসভা সবচেয়ে বেশি কুকুর মারতে পারবে তাদের স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এই সংগঠনে ১২০০ সদস্য রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া অনুদানের ভিত্তিতে স্বর্ণমুদ্রা তৈরি করে সেগুলো পুরস্কার হিসেবে দেয়া হবে। এর আগেও কুকুর মারতে পুরস্কার ঘোষণা করেছিলেন রাজ্যের এক শিল্পপতি।
টিটিএন/আরআইপি