এফবিআইয়ের নতুন ই-মেইল তদন্তে আত্মবিশ্বাসী হিলারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সদ্য ফাঁস হওয়া ই-মেইলের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক জেমস কমি কংগ্রেসকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
তবে এএফবিআই নতুন করে তদন্ত শুরু করলেও তা নিয়ে মোটেও চিন্তিত হন হিলারি। বরং এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। এক বিবৃতিতে হিলারি বলেছেন, তার ই-মেইলে এমন কিছু নেই যা তাকে বিপাকে ফেলতে পারে। তাছাড়া নতুন করে তদন্ত করলেও আগের ফলাফল তো আর বদলে যাবে না। আর এজন্য তাকে বিচারের সম্মুখীনও হতে হবে না।
নতুন এই তদন্তের ফলাফল আমেরিকানদের কাছে প্রকাশের জন্য এফবিআইয়ের পরিচালক জেমস কমির প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি।
এর আগে কমি জানিয়েছিলেন, তদন্তকারীরা হিলারির নতুন ই-মেইলের সন্ধান পেয়েছেন। এসব ই-মেইলের সঙ্গে অপ্রাসঙ্গিক ঘটনার যোগাযোগ রয়েছে কীনা তা যাচাই করা হচ্ছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?