ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাঁশের ট্রেন বাঁশের স্টেশন!

প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রেলের গতি বাড়িয়ে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। কোনো দেশে ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ কিংবা  ৪০০ কিলোমিটারেরও বেশি গতির ট্রেন আছে।

গতির এ লড়াই অনেক দেশেই। আজ জাপান তো কাল চীন দ্রুতগতির ট্রেন চালু করার ঘোষণা দিচ্ছে। বিশ্বের সবচেয়ে গতিশীল ট্রেনের শিরোপা পেতে ‘ট্রেন দৌড়ে’ মেতে আছে তারা।
rail
কিন্তু জানেন কী এমন অনেক জায়গা রয়েছে, যেখানে রেল ব্যবস্থা ‘প্রাগৈতিহাসিক যুগে’ পড়ে রয়েছে। কম্বোডিয়ার ব্যাটমব্যাং ও পইপেট অঞ্চলে বিস্তৃত রেল লাইন তার অন্যতম উদাহরণ।

এই লাইনে চলে বাঁশের রেল। এমনকি স্টেশনও পুরোটাই বাঁশের। তবে বুলেট ট্রেনের মতো এই রেলে চড়ার কৌতূহলও কম নয় পর্যটকদের।

এসআইএস

আরও পড়ুন