জরুরি অবতরণের পর ২৫ বিমানযাত্রীকে হাসপাতালে ভর্তি
ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে জরুরি অবস্থা জারির পর অন্তত ২৫ যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সোমবার মধ্যরাতে কানাডার ভ্যানকুভার বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ওই বিমানের ২৫ যাত্রী ও ক্রুকে হাসপাতালে নেয়া হয়।
কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়ায় বিমানের ২৫ যাত্রী ও ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দরে জরুরি অবতরণের পর ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
সূত্র : সিবিএসনিউজ, স্টান্ডার্ড।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা