বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়ায় স্ত্রীকে তালাক
‘সুখের পাশেই দুঃখ অাছে’- এ রকম প্রবাদ লোকমুখে মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু সৌদি আরবের এক নবদম্পতির কাছে এবার এমনই একটি ঘটনা ঘটেছে। যাদের বিয়ের বন্ধনটা সুখকর হলেও শেষ পর্যন্ত তা বিষাদে রূপ নিয়েছে। আগে দেয়া প্রতিশ্রুতি না রাখায় বিয়ের মাত্র দুই ঘণ্টা পর স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রী। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি। দুঃখজনক হচ্ছে, বিয়ের পরপরই বান্ধবীদের কাছে ছবি পাঠিয়ে দেন ওই নববধূ।
নববধূর ভাই সৌদি আরবের আরবি ভাষার দৈনিক ওকাজকে বলেন, আমার বোন ও তার স্বামীর মধ্যে বিয়ের আগে একটি চুক্তি হয়েছিল। তার বোন টুইটার, স্নাপচ্যাট অথবা ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন না অথবা ছবি পাঠাবেন না বলে অঙ্গীকার করেছিলেন। বিয়ের চুক্তিতে এটি অন্তর্ভুক্ত করার পর তাদের বিয়ে হয়।
‘দুঃখজনকভাবে আমার বোন সেই অঙ্গীকার রক্ষা করেনি এবং তার মেয়ে বন্ধুদের সঙ্গে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। এরপরই বর তাকে তালাক দেন।’
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইল বলছে, সৌদি আইন বিশেষজ্ঞদের মতে, দেশটির ৫০ শতাংশ বিবাহবিচ্ছেদ ঘটে নবদম্পতিদের মধ্যে।
এসআইএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা