ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মড়ায় সুচির দল

প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

নির্বাচনের কয়েক মাস আগে বিশাল একটি সমাবেশে করছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। শুক্রবার সু চির পিতা ও স্বাধীন মিয়ানমারের স্থপতি জেনারেল অং সানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

অং সানের জন্মস্থান নাতমৌক শহরে আয়োজিত ওই সমাবেশে কয়েক হাজার কর্মী-সমর্থক ও প্রয়াত নেতার ভক্তরা জড়ো হন। তাদের উদ্দেশে মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি বলেন, আমরা যদি আমার পিতার উত্তরাধিকার বহন করতে চাই তাহলে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ গড়তে হবে। ব্রিটিশ শাসন থেকে মিয়ানমারকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দেওয়া অং সানকে ১৯৪৭ সালে হত্যা করে আততায়ীরা। তখন সু চির বয়স ছিল মাত্র দুই বছর। অং সানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিয়ানমারে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চলতি বছরের শেষ দিকে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জন্য অতি গুরুত্বপূর্ণ বলেই ভাবা হচ্ছে। তার আগে এ বিপুল সমাবেশ ঘটিয়ে নিজের শক্তির জানান দিলেন সু চি।

এএইচ/এমএস