মসুল নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনায় হিলারি
সম্প্রতি এক বিবৃতিতে আসন্ন মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সপ্তাহ ধরে ইরাকের মসুল শহর পুনর্দখল করতেতে মার্কিন জোটের অভিযান বাজেভাবে সম্পন্ন হয়েছে। তার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেট দলের আরেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
সোমবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, ট্রাম্প বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে, মার্কিন জোটের অভিযানে অযোগ্য কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন।
জঙ্গিদের হাত থেকে মসুলকে রক্ষার জন্য ইরাকি বাহিনীকে সাহায্য করছে মার্কিন জোট। অথচ ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের এই অভিযান তার কাছে নির্বোধের কাজ বলে মনে হচ্ছে।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা