ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলম্বিয়ায় শান্তি চুক্তি টিকিয়ে রাখার চেষ্টা

প্রকাশিত: ০৬:২১ এএম, ২৪ অক্টোবর ২০১৬

ভেস্তে যেতে বসা শান্তি চুক্তি টিকিয়ে রাখতে ফের আলোচনার টেবিলে বসেছে কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীরা।

শান্তি বজায় রাখার আশা প্রকাশ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা গঠনমূলক হয়েছে। ফার্কের প্রতিনিধিও বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন।

কলম্বিয়ায় গেল পাঁচ দশকের গৃহযুদ্ধে আড়াই লাখের বেশি মানুষ মারা গেছেন। এ যুদ্ধ অবসানে সরকার ও ফার্ক বিদ্রোহীরা একটি শান্তি চুক্তিতে পৌঁছালেও গণভোটে দেশটির বেশিরভাগ মানুষ তা প্রত্যাখ্যান করে।

শান্তি ফেরাতে এরপর আবার নতুন করে চিন্তা-ভাবনা শুরু করতে হয়েছে সরকার ও বিদ্রোহীদের।

এনএফ/আরআইপি