ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে মদ নিষিদ্ধে আইন পাস

প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৪ অক্টোবর ২০১৬

মদ উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করে একটি আইন পাস হয়েছে ইরাকের পার্লামেন্ট। দেশটির খ্রিস্টান সম্প্রদায় এর বিরোধিতা করছে। দেশটিতে এই সম্প্রদায়ের অনেকে মদ সংশ্লিষ্ট ব্যবসার উপর ভর করে জীবিকা নির্বাহ করেন।

আইন ভঙ্গে ১৭ হাজার মার্কিন ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। কিন্তু এই আইনের প্রয়োগ নিয়ে সংশর রয়েছে।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী মদ পান ‘হারাম’ হলেও ইরাকের বড় শহরগুলোতে মদ বরাবরই সহজলভ্য পানীয়। এ ব্যবসা চালান মূলত খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা। তবে শিয়াদের পবিত্র মাস মুহাররম উপলক্ষে এসব দোকান বর্তমানে বন্ধ রয়েছে।

ইরাকের পার্লামেন্টে ইসলামপন্থি শিয়াদের আধিপত্য রয়েছে। মদের উপর নিষেধাজ্ঞার কথা পার্লামেন্টর ওয়েবসাইটে প্রকাশ করা হলেও কতজন আইনপ্রণেতা এর পক্ষে ভোট দিয়েছেন, কতজন বিপক্ষে সেসব কিছু প্রকাশ করা হয়নি। সূত্র গার্ডিয়ান।

এনএফ/এমএস