নারী সাংবাদিককে চড় মারলেন নিরাপত্তারক্ষী
সম্প্রতি পাকিস্তানে এক নারী সাংবাদিককে দায়িত্ব পালনকালে এক নিরাপত্তারক্ষী চড় মেরেছেন। সামাজিক মাধ্যমে এ ঘটনা প্রকাশের পর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। করাচির নাজিমাবাদ এলাকায় ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (নাডরা) কার্যালয়ের সামনে জনদুর্ভোগ নিয়ে রিপোর্ট করার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী সাংবাদিককে চড় মারেন ওই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী। খবর ডনের।
নাডরার ওই কার্যালয়ে সেবা নিতে আসা লোকজনের দুর্ভোগের কথা লাইভে তুলে ধরতে কাজ করছিলেন সাংবাদিক সায়মা কানওয়াল। তিনি প্রতিষ্ঠানের বিষয়ে নিরাপত্তারক্ষীকে বিভিন্ন প্রশ্ন করলে ওই রক্ষী ক্যামেরাম্যানকে থামানোর চেষ্টা করেন।
গণমাধ্যমের কাজে বাধা দেয়ায় পুরো বিষয়টি ধারণ করতে ক্যামেরামানকে নির্দেশ দেন সায়মা। তিনি ওই নিরাপত্তারক্ষীকে ক্যামেরার সামনে নিজের চেহারা দেখাতে বলেন। এতেই ক্ষেপে যায় ওই রক্ষী। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে সায়মাকে কষে চড় মারেন।
এ ঘটনায় অভিযুক্ত ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
টিটিএন/এমএস