ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শরিফকে পাক আদালতের নোটিশ

প্রকাশিত: ০৭:০৮ এএম, ২১ অক্টোবর ২০১৬

নিজের দেশেই এবার বিপাকে পরেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিতর্কিত পানামা পেপারস এর তালিকায় নাম থাকায় বৃহস্পতিবার শরিফ এবং তার পরিবারের সদস্যদের নামে নোটিশ পাঠানোর আদেশ জারি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দুর্নীতি এবং বিদেশে বেআইনিভাবে সম্পত্তি রাখার অভিযোগ আনা হয়েছে নওয়াজ এবং তার পরিবারের ওপর। পাকিস্তান ক্রিকেটের সাবেক  অধিনায়ক ও তহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানসহ অনেকেই নওয়াজ শরিফের বিরুদ্ধে পিটিশন জমা দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ এবং তার পরিবারের সদস্যরা। আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন ইমরান খান।

সাংবাদিকদের এক বিবৃতিতে ইমরান বলেন, ‘শরিফ নিজেকে রাজা মনে করেন। কিন্তু তাকে আইনের সামনে জবাব দিতে হবে। আশা করছি এই মামলায় অনেক দুর্নীতি জনসমক্ষে প্রকাশ পাবে।’

টিটিএন/পিআর

আরও পড়ুন