ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে ম্যালওয়ার আক্রান্ত ৩২ লাখ কার্ডের লেনদেন বন্ধ

প্রকাশিত: ০৯:১৫ এএম, ২০ অক্টোবর ২০১৬

ম্যালওয়ারে মাধ্যমে তথ্য চুরির আশঙ্কায় প্রায় ৩২ লাখ ডেবিট কার্ডের লেনদেন বন্ধ করে দিয়েছে ভারত। এসব কার্ড বাতিল অথবা সিকিউরিটি কোড পরিবর্তন করা হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

তবে ম্যালওয়ার আক্রান্ত কার্ডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কার্ড। এ ছাড়া এইচডিএফসি, আইসিআইসিআই, ইয়েস ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের কার্ডও রয়েছে।

বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু গ্রাহকের কার্ড আপাতত বন্ধ করে দেয়া হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এটা করা হয়েছে। তবে যাদের কার্ড ব্লক করা হয়নি, তারা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া যাদের কার্ড ব্লক করা হয়েছে, তাদেরকে নতুন কার্ড দেওয়া হবে, অথবা সিকিউরিটি কোড পরিবর্তন করা হবে।

কার্ড ব্লকের বিষয়টি মেনে নিয়েছে ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে অন্য কোনো ব্যাংক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

৩২ লাখ ব্লক হওয়া কার্ডের মধ্যে প্রায় ২৬ লাখ ভিসা এবং মাস্টারকার্ড। ভারতের এই মুহূর্তে ডেবিট কার্ড সংখ্যা প্রায় ৭০ কোটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার।

এসআইএস/পিআর

আরও পড়ুন