কেজরিওয়ালকে বই উপহার প্রণবের
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এএপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ কোনো উদ্দেশ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রণব তার পক্ষ থেকে কেজরিওয়ালকে দুটি বই উপহার দেন। সাক্ষাৎ শেষে কেজরিওয়াল রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে সংযুক্ত জনতা দলের (জেডি-ইউ) জ্যেষ্ঠ নেতা নিতিশ কুমারের সঙ্গেও দেখা করেন। কেজরিওয়ালের সহযোগী মনীশ সিসোড়িয়া এ কথা জানান।
এদিকে দিলি্লকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়ূর সুনামিতে বিজেপি ও কংগ্রেসকে মুছে ফেলার একদিন পর গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে এ দাবি জানালেন তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ম অনুযায়ী প্রাপ্য জেড প্লাস নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন কেজরিওয়াল। দলের পক্ষ থেকে বলা হয়, `পত্রিকা মারফত আমরা জেনেছি, তাকে জেড প্লাস নিরাপত্তা সুবিধা দেওয়া হবে। তবে কেজরিওয়াল বলেছেন, তিনি সাধারণ মানুষের মতোই থাকতেচান। নিজের জন্য বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে মনে করেন না তিনি।`
কেজরিওয়াল রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা চাওয়া ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। আগামী শনিবার দিল্লির সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে এএপি। আজ বৃহস্পতিবার মোদির সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণ জানাবেন কেজরিওয়াল। এ ছাড়াও আমন্ত্রণ জানানো হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, দিলি্লর সাত বিজেপি সাংসদ এবং দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদিকেও। প্রবীণ প্রতিবাদী ব্যক্তিত্ব আন্না হাজারেও আছেন আমন্ত্রিতদের তালিকায়। শনিবার কেজরিওয়াল ও মোদির সাক্ষাতের সময় নির্ধারণ হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভোটের ফল প্রকাশের পরই আম আদমি পার্টির বিধানসভার সদস্যরা বৈঠক করে কেজরিওয়ালকে দিলি্লর মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেন। বুধবার সকাল থেকেই কাজে নেমে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কায়া নাইডুর সঙ্গে দেখা করে তিনি দিল্লির উন্নয়নে সহায়তা চাইলেন। দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দানসহ দিলি্লর অবৈধ কলোনিগুলোকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধও জানান তিনি।এএপি নেতা মনীশ সিসোদিয়া জানিয়েছেন, শুধু প্রধানমন্ত্রীই নন, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির সাত বিজেপি সাংসদ এবং এবারের ভোটে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদিকেও কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
এআরএস/এমএস