ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত ৯

প্রকাশিত: ০২:৩০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

আফগানিস্তানে ড্রোন হামলায় অন্তত ৯ জিহাদি নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তে নঙ্গরহার প্রদেশে বুধবার এই ড্রোন হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডন ডটকম।

খবরে বলা হয়, নঙ্গরহারের নাজিয়ান এলাকায় একটি ভবনের ওপর দুটো মিসাইল হামলা চালানো হয়। এতে ৯ জন নিহত হয়েছে। নিহতরা চরমপন্থী ইসলামিক জিহাদি বলে ধারণা করা হচ্ছে।

পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে ভয়াবহ যে হামলায় অন্তত ১৩০ শিশুসহ দেড় শতাধিক মানুষ নিহত হয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, তালেবান যোদ্ধারা ওই হামলার পরিকল্পনা করেছিল এই নাজিয়ান এলাকা থেকে।

১৬ ডিসেম্বরের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তান-উভয় দেশেই নঙ্গরহার সীমান্তে জিহাদিদের আস্তানায় হামলার হার বাড়িয়েছে।

অবশ্য পাকিস্তানীদের কাছে ড্রোন হামলা খুবই অজনপ্রিয় একটি বিষয়। গত বছরের জুলাইতে এক জরিপে দেখা যায়, দেশটির ৬৬ শতাংশ মানুষই ড্রোন হামলার বিপক্ষে।

এআরএস/এমএস