সুইডেনে ফিলিস্তিনি দূতাবাস চালু
পশ্চিম ইউরোপে প্রথমবারের মতো ফিলিস্তিনি দূতাবাস খোলা হয়েছে সুইডেনে। সুইডিশ রাজধানী স্টকহোমে মঙ্গলবার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম। একই দিন সুইডেন সফরে আসেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুইডেনের দূতাবাস খোলার অনুমতি দেয়া শান্তি আলোচনায় একটি গূরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন জানান, সুইডেন ফিলিস্তিনে মানবিক সহায়তা অব্যাহত রাখবে। আগামী পাঁচ বছরে ফিলিস্তিনে একশো আশি কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সুইডেন।
এআরএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার