ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জম্মু-কাশ্মিরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের

প্রকাশিত: ০৫:০২ এএম, ১৮ অক্টোবর ২০১৬

জম্মু-কাশ্মিরে আবারো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখায় অবিরত গুলি এবং গোলাবর্ষণ করেছে পাকিস্তান। খবর অল ইন্ডিয়ার।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটার দিকে নওসেরা সেক্টরে গোলাবর্ষণ এবং গুলি করতে শুরু করে পাক সেনারা। তারা রাত দেড়টা পর্যন্ত ক্রমাগত গুলি বর্ষণ করেছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র।

পাক সেনারা ৮২ মিলিমিটার মর্টার এবং অটোমেটিকস দিয়ে হামলা চালিয়েছে। তবে ওই হামলায় ভারত নিয়ন্ত্রিত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মত সীমান্তের নওসেরা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। ওই একই এলাকায় রোববার পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন