নব্য নাৎসি ঠেকাতে ভাঙা হবে হিটলারের বাড়ি
নাৎসি জার্মানির নেতা এডলফ হিটলার অস্ট্রিয়ার যে বাড়িতে জন্মেছিলেন তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, তারা উদ্বিগ্ন যে এই বাড়িটি নব্য নাৎসিদের একটি তীর্থস্থানে পরিণত হতে পারে। খবর বিবিসির।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটি দখল নেবে। পরে এটি ভেঙে ফেলে একটি নতুন ভবন গড়ে তোলা হবে।
অস্ট্রিয়া-জার্মানি সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িতেই ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসি বা হিটলারভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয় নি।
তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামের এক নারী। তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।
এই বাড়িতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে।
ভবনটি নিয়ে কি করা হবে এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। অনেকের মতে, এখানে শরণার্থী কেন্দ্র বানানো উচিত। আবার অন্যদের দাবি বাড়িটিকে জাদুঘরে পরিণত করা উচিত।
টিটিএন/পিআর