ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ডুবন্ত প্রশিক্ষককে বাঁচালো হাতি! (ভিডিও)

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

ডুবন্ত বন্ধুকে বাঁচাতে এগিয়ে এল এই হস্তি শাবক। উত্তর থাইল্যান্ডের এলিফ্যান্ট নেচার পার্কে ক্যামেরাবন্দি হয়েছে বন্ধুকে বাঁচানোর এই দৃশ্যটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বন্ধুকে বাঁচাতে হাতির এগিয়ে আসার এই দৃশ্য। এখন পর্যন্ত অন্তত অনলাইনে ২২ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শাবক হাতিটির নাম খাম লা। প্রশিক্ষক ড্যারিকের সঙ্গে বন্ধুত্ব তার। দলের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিল খাম। এ সময় পানিতে সাঁতার কাটছিলেন তার প্রশিক্ষক ড্যারিক। কিন্তু হস্তি শাবকটি ধারণা করে, স্রোতের টানে ভেসে যাচ্ছে তার প্রশিক্ষক! সেই মুহূর্তে ড্যারিককে বাঁচাতে পানিতে নেমে পড়ে হস্তি শাবক। দ্রুত সাঁতার কেটে এসে শুঁড়ে পেঁচিয়ে নেয় ড্যারিককে। দেখুন ভিডিওটি...



এসআইএস/পিআর

আরও পড়ুন