ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় নিহত ১১

প্রকাশিত: ০৬:১৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ইরাকে কয়েক দফা বোমা হামলায় ছয় সেনাসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। মঙ্গলবার এসব ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটেছে সালাউদ্দিন প্রদেশে। প্রদেশটির সামারা শহরের কাছে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালালে অন্তত ছয় সেনা নিহত হয়। আহত হয় ২৭ জন। এছাড়া বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস হয়।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় সেনাবাহিনী। এতে আইএসের স্থানীয় পর্যায়ের এক নেতা ও চার যোদ্ধা নিহত হয়।

এছাড়া রাজধানী বাগদাদের পার্শ্ববর্তী মাহমুদা শহরে আত্মঘাতী হামলায় নয়জন এবং মাদিয়ান শহরের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ছয়জন আহত হয়। মাহমুদা শহরের হামলায় বেশ কয়েকটি ভবন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, ইরাকে ২০০৬-০৭ সালে জাতিগত সহিংসতা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০১৪। জাতিসংঘের হিসাব মতে, গত বছর দেশটিতে ১২ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ হাজারের বেশি লোক। সূত্র : সিনহুয়া

এআরএস/এমএস