ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিয়ানমারে ফেরি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৭ অক্টোবর ২০১৬

মিয়ানমারে একটি ফেরি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা ফেরি ডুবে যাওয়ার পর ১৪টি মৃতদেহ উদ্ধার করেছেন। খবর এএফপির।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মজীবি ওই ফেরিতে করে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন।  

ডুবে যাওয়া ফেরি থেকে ১৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার হোমালিন থেকে মনিওয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল ফেরিটি। পরে চিনদুইন নদীতে ফেরিটি ডুবে যায়। মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ত্রাণ এবং পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক সা ওয়ালি ফ্রিয়েন্ট এএফপিকে জানিয়েছেন, ডুবে যাওয়া ফেরিটিতে সাধারণ যাত্রী ছাড়াও ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী এবং ৩০ জন শিক্ষক এবং আরো বেশ কয়েকজন চিকিৎসক ছিল।

তিনি জানিয়েছেন, ফেরিটিতে ২৪০ থেকে ২৫০ জন যাত্রী ছিল। তবে ওই ফেরিটির যাত্রী ধারণ ক্ষমতা ১শ’র কিছুটা বেশি।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন