ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফের উত্তপ্ত সীমান্ত : পাক সেনার গুলিতে ভারতীয় সেনাসদস্য নিহত

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০১৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে। রোববার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্ত রেখায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পরিমাণ বাড়িয়েছে পাকিস্তান। এর মধ্যে গত ৩,৪ ও ৫ অক্টোবর জম্মুর সীমান্ত এলাকায় বড় ধরনের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনারা।

শুধুমাত্র ৫ অক্টোবরই অন্তত তিনবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরি জেলায় বেশ কয়েকটি ভারতীয় নিরাপত্তা চৌকিতে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করেছে পাকিস্তান।

এদিকে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দুই দেশের মাঝে চলমান উত্তেজনায় আবারো প্রয়োজনে পাকিস্তানে ঢুকে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত।

এসআইএস/পিআর

আরও পড়ুন