ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আগামী মাসে ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৬ নভেম্বর দিল্লি সফর করবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেয়ার পর এই প্রথম ইউরোপের বাইরে সফরে আসছেন মে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের বাইরে এই প্রথম সফরে যাচ্ছেন থেরেসা মে। সফরে দুই দেশের ব্যবসায়িক লেনদেন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এ সময় নয়াদিল্লিতে ভারত-ব্রিটেন প্রযুক্তি সম্মেলনের উদ্বোধন করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এর আগে গত বছর ব্রিটেন সফরে গিয়েছিলেন মোদি। তখন থেকেই প্রযুক্তি সম্মেলন আয়োজন করা নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে।
চলতি বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। এরপর দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন থেরেসা মে।
এসআইএস/পিআর