ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলায় টুইট মোদির

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০১৬

‘ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

আর এরপরই শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে দু’টি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় লেখা টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী,শেখ হাসিনা,আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত।ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।

নরেন্দ্র মোদির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, সেখানে তিনি নিয়মিতই সম্মেলনের আপডেট দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ টুইটগুলোর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও একইভাবে স্বাগত জানিয়েছেন তিনি।

এনএফ/এমএস

আরও পড়ুন