যুক্তরাষ্ট্রের ফ্লাইটে নিষিদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট-৭
বিমানের ফ্লাইটে নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট-৭ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট-৭ এ অগ্নিকাণ্ডের একাধিক ঘটনার পর মার্কিন পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ফলে যুক্তরাষ্ট্র-গামী কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনও যাত্রী তার লাগেজে এই ফোন নিতে পারবেন না। শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এফএএ কর্তৃপক্ষ এর আগে লাগেজে এই ফোন প্যাকিং এর বিষয়ে সতর্ক করে পরামর্শ দিয়েছিল।
দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী স্যামসাং কোম্পানি এই সপ্তাহেই গ্যালাক্সি নোট-সেভেন উৎপাদন স্থায়িভাবে বন্ধের ঘোষণা দেয়।
মার্কিন পরিবহন বিভাগের কর্মকর্তা অ্যান্থনি ফক্স এক বিবৃতিতে বলেন, আমরা স্বীকার করি বিমানের ফ্লাইটে ফোন বহনের এই নিষেধাজ্ঞার ফলে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু বিমানে প্রতিটি যাত্রীর নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে।
ব্যাটারির ত্রুটির কারণে সেপ্টেম্বরে বাজার থেকে আড়াই মিলিয়ন ফোন তুলে নিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।
এসআইএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার