বেলুচিস্তানে জঙ্গি হামলায় ২ সেনা নিহত
আবারো হামলার ঘটনা ঘটল পাকিস্তানে। এবার বেলুচিস্তানে পাক সেনাদের ওপর জঙ্গি হামলার ঘটনায় দুই সেনা নিহত হয়েছে। হামলায় আরো এক সেনা আহত হয়েছে।
ফ্রন্টিয়ার কর্পস জানিয়েছে, বেলুচিস্তানের সাবজাল রোডের উপর সেনা সদস্যদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে।
বৃহস্পতিবার পাক সেনা প্রধান রাহিল শরিফ জানিয়েছিলেন, সম্প্রতি ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই ঘোষণার পরপরই বেলুচিস্তানে আধাসেনা সদস্যের উপর হামলা চালানো হয়।
সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হচ্ছে পাকিস্তান। বিশেষ করে পাক-অধিকৃত কাশ্মিরের মাটিতে ঢুকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে বেশ চাপে আছে পাকিস্তান।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুক্তি পেলেন ইরানে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী
- ২ হাইতির রাজধানীতে সংঘর্ষে ২৮ ‘সন্ত্রাসী’ নিহত
- ৩ যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
- ৪ কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
- ৫ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ