ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বার্লিনের ইউরোপা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও)

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১১ অক্টোবর ২০১৬

জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত ২১ তলা বিশিষ্ট ইউরোপা সেন্টার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ভবনটি থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ভবনটির ছাদ ধোঁয়ায় ঢেকে গেছে।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম বার্লাইনার জেইতুং এক প্রতিবেদনে বলছে, ২১ তলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বেরিয়ে আসছে।

berlin

জার্মানির প্রভাবশালী দৈনিক বিল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রের বরাত দিতে পারেনি বিল্ড।

ফোকাস ম্যাগাজিন বলছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬৮ ইউনিট কাজ করছে।

বার্লিনের ৩৩৮ ফুট উঁচু ঐতিহাসিক ওই ভবন ১৯৬৩ থেকে ১৯৬৫ সালে নির্মাণ করা হয়। ভবনটিতে ৮০ হাজার বর্গমিটার অায়তনের মেঝে রয়েছে।



এসআইএস/আরআইপি

আরও পড়ুন