বিশ্বের নিরাপদ দেশের তালিকায় আরব আমিরাত তৃতীয়
বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের শীর্ষ নিরাপদ দেশের তালিকায় আরব আমিরাতের স্থান তৃতীয়। এদিকে, ২০১৩ সালে প্রায় ১ কোটি পর্যটক দেশটিতে সফর করেছেন। পর্যটকদের আকৃষ্টকারী দেশের তালিকায় আরব আমিরাতের অবস্থান ২৪। খবর খালিজ টাইমসের।
ওয়ার্লড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) রিপোর্ট অনুযায়ী, বিশ্বের নিরাপদ দেশগুলোর তালিকায় ফিনল্যান্ড এবং কাতারের পরেই আরব আমিরাতের অবস্থান।
ডব্লিউইএফের ভ্রমণ এবং পর্যটন প্রতিযোগিতামূলক রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশই নেতিবাচকভাবে বৈশ্বিক অস্থিরতা দ্বারা প্রভাবিত হচ্ছে। সেই দিক থেকে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
এদিকে, এই তালিকায় যৌথভাবে নবম স্থান অর্জন করেছে সিঙ্গাপুর এবং পর্তুগাল। অপরদিকে এই তালিকার ১০ম স্থানে অবস্থান করছে ওমান ।
১৪১টি দেশের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মিশরের অবস্থান ১৩৬ এবং পাকিস্তান ১৩৮।
টিটিএন/এবিএস