আলেপ্পো ইস্যুতে রাশিয়া-পশ্চিমা শিবিরে আরো বিভক্তি
সিরিয়ার আলেপ্পোতে বোমাবর্ষণ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্স যে প্রস্তাব উত্থাপন করেছিল তাতে ভেটো দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এই শহর নিয়ে রাশিয়ার যে প্রস্তাব ছিল সেটিও গৃহীত হয়নি নিরাপত্তা পরিষদে।
আর এতে আলেপ্পো ইস্যুতে রাশিয়া এবং পশ্চিমা শিবিরে বিভক্তি আরও প্রকট হয়েছে।
ফ্রান্সের প্রস্তাব ছিল, রাশিয়া সমর্থিত সিরীয় সরকারের বোমাবর্ষণ থেকে আলেপ্পো শহরটিকে রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। এ প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদে ভোট দেয় ১১ সদস্য। ভেটো দেয় রাশিয়া ও ভেনিজুয়েলা। ভোট দেয়নি চীন ও অ্যাঙ্গোলা।
এনএফ/এবিএস