ভারতে পদদলিত হয়ে নিহত ২
ভারতের লখনউ প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির র্যালিতে পদদলিত হয়ে দুই নারী নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুই ডজন মানুষ। রোববার সকালে প্রদেশের আলমবাগে এ হতাহতের ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সমাজবাদী পার্টির নেত্রী মায়বতীর ভাষণের সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে। সমাবেশে ৫ লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন।
দলটির প্রতিষ্ঠাতা কানশি রাম ২০০৬ সালের ৯ অক্টোবর মারা যান। কানশির স্মরণে ওই র্যালির আয়োজন করা হয়েছিল।
রোববার সকাল ১২টার দিকে শত শত মানুষ শহরের ইকোগার্ডেনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলে দুই নারীর প্রাণহানি ঘটে। আহতদের উদ্ধারের পর লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার