ইয়েমেনে শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪০
ইয়েমেনের রাজধানী সানার একটি শেষকৃত্য অনুষ্ঠানে কয়েক দফা বিমান হামলার ঘটনায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫শ’ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সাবা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় আল কাসিম সড়কে একটি শেষকৃত্য অনুষ্ঠানে কয়েকশ’ শোকাহত মানুষ একত্রিত হয়েছিলেন। সেখানে সৌদি জোটের বিমান হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমান হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত এবং ৫২৫ জন আহত হয়েছে।
প্রেসিডেন্ট মানসুর হাদিকে পুণরায় ক্ষমতায় বসাতে সৌদি জোটের অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। তবে দেশটিতে এর আগে একটি একক দুর্ঘটনায় এত মানুষের হতাহতের ঘটনা খুব একটা দেখা যায়নি।
টিটিএন/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
- ২ কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
- ৩ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ
- ৪ এবার কিয়েভে দূতাবাস বন্ধ করলো ইতালি-স্পেন-গ্রিস
- ৫ করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি রাখলো আসাম সরকার