সিরিয়া-ইরাকে নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস
সিরিয়া এবং ইরাকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এক-চতুর্থাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট। নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা আইএইচএস বলছে, ২০১৫ সালের জানুয়ারিতে জঙ্গি গোষ্ঠিটি যেসব এলাকা নিয়ন্ত্রণ করছিল বর্তমানে তা ২৮ শতাংশ কমে গেছে।
এ বছরের প্রথম নয় মাসে আইএসের এলাকা ৭৮ হাজার কিলোমিটার থেকে কমে বর্তমানে ৬৫ হাজার কিলোমিটারে এসে দাঁড়িয়েছে।
তবে গত তিন মাসে আইএসের ক্ষতির পরিমাণ কমে এসেছে। জুলাই মাস থেকে মাত্র ২ হাজার ৮শ’ কিলোমিটার এলাকা হারিয়েছে আইএস।
আইএইচএস বলছে, রাশিয়া আইএসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা কমিয়ে দেয়ার পর থেকেই এই ধীরগতি লক্ষ্য করা গেছে। বছরের শুরুতে রুশ বিমান হামলার ২৬ শতাংশ ছিল আইএসের বিরুদ্ধে, তবে বছরের মাঝামাঝিতে এটি নেমে আসে ১৭ শতাংশে।
আইএইচএসের প্রধান রাশিয়া বিশ্লেষক অ্যালেক্স ককচারভ বলেছেন, আসাদ সরকারকে সামরিক সাহায্য দেয়াকেই রাশিয়া প্রাধান্য দিচ্ছে এবং সম্ভবত তারা চাইছে সিরিয়ার গৃহযুদ্ধকে কয়েক পক্ষের যুদ্ধ থেকে রূপান্তর করে সিরিয়া সরকার এবং জিহাদি গোষ্ঠিগুলোর মধ্যে একটি যুদ্ধে পরিণত করতে। যার ফলে দেশটির বিরোধীপক্ষের প্রতি যে আন্তর্জাতিক সমর্থন রয়েছে তাকে খাটো করা হচ্ছে।
তারপরেও আইএসের যে ক্ষতি হয়েছে তা উল্লেখযোগ্য হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। জঙ্গি গোষ্ঠিটিকে তুর্কি সীমান্ত থেকে ১০ কিলোমিটার দুরে ঠেলে দেয়া হয়েছে এবং ইরাকি বাহিনী কায়ারাহ বিমানঘাঁটি পুনর্দখল করেছে।
এমাসের শেষদিকে ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুলে অভিযান শুরু হওয়ার কথা। সেই হামলা যদি সফল হয়, তবে সেটিই হবে জঙ্গি গোষ্ঠিটির বিরুদ্ধে একটি বড় ধাক্কা।
টিটিএন/এবিএস