ভারত সীমান্তে সেনাবাহিনী বাড়াচ্ছে পাকিস্তান
পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর জম্মুর সীমান্ত এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দাদের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকারি এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের এ পদক্ষেপের কারণে জম্মু ও পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তের কাছে বসবাসকারী বেসামরিক নাগরিকদের ভারতের ভেতরে স্থানান্তরের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পরিমাণ বাড়ানো হয়েছে।
জ্যেষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এই মুহূর্তে সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর জমায়েত বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে, গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানের ন্যায় আবারো অভিযানের আশঙ্কায় পাকিস্তান এটি করতে পারে।
ভারতীয় গোয়েন্দারা বলছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের ভেতরে কাশ্মিরে শতাধিক সন্ত্রাসী জড়ো হয়েছে। ভারতে প্রবেশ করে ওই সন্ত্রাসীরা হামলা চালাতে পারে।
এসআইএস/এবিএস