ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১ রিঙ্গিত চুরির অভিযোগে দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৮ অক্টোবর ২০১৬

এক রিঙ্গিত চুরির অভিযোগে মালয়েশিয়ার একটি আদালত ফিলিপাইনের এক নাগরিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫ হাজার রিঙ্গিত অর্থদণ্ড ও আরো এক বছরের সাজা দেয়া হয়েছে ওই ফিলিপিনোকে।

সাজাপ্রাপ্ত ওই ফিলিপিনোর নাম আবু হুরাইরা রাজাক (২৭)। আদালত সূত্রে জানা গেছে, আবু হুরাইরাকে গত ১৫ সেপ্টেম্বর চুরির অপরাধে গ্রেফতার করে পুলিশ। এর মাত্র ৩ দিন আগে অবৈধভাবে ফিলিপাইন থেকে মালয়েশিয়ায় পাড়ি জমায় রাজাক।

পরে মালয়েশিয়ার একটি রেস্টুরেন্টের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েন বক্স থেকে মাত্র এক রিঙ্গিত হাতিয়ে নেয়। ওই সময় রেস্টুরেন্টের এক শ্রমিক বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিলিপিনো ওই নাগরিককে আটক করে থানায় নিয়ে যায়।

দণ্ডবিধির ৪৫৭ ধারায় আবু হুরাইরাকে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার রিঙ্গিত অর্থদণ্ড ও আরো এক বছরের সাজা দিয়েছেন আদালত।

এসআইএস/এবিএস

আরও পড়ুন