ইরাককে সামরিক সহায়তা দেবে জার্মানি
ইসলামিক স্টেট বিরোধী আভিযানে ইরাককে সামরিক সহায়তা দেবে জার্মানি। এদিকে, জর্ডানের পাশাপাশি ইরাকের আইএস ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরাকি বাহিনী।
এছাড়া, পাইলট মুয়াথ আল কাসাসবের হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় আইএসের অবস্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে জর্ডানের বিমান বাহিনী। এ হত্যার প্রতিবাদে জর্ডানের রাজধানী আম্মানে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। জর্ডানের রানীসহ এ সমাবেশে যোগ দেয় দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদিকে, শুক্রবার বার্লিনে ইরাকি প্রধানমন্ত্রীর সাথে এক সংবাদ সম্মেলনে আইএস দমনে ইরাকি বাহিনীকে সমরাস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দেয়ার কথা জানায় জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। আইএসের হাতে জর্ডানের পাইলট ও দুই জাপানী জিম্মি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
এআরএস/এমএস