ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় স্কুলে হেলিকপ্টার বিধ্বস্ত : আহত ২২

প্রকাশিত: ১২:১০ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

মালয়েশিয়ায় একটি স্কুলের ওপর বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। বোরনিও দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। খবর এপির।

বিমানবাহিনী জানিয়েছে, ওই হেলিকপ্টারটি রুটিনমাফিক প্রশিক্ষণে অংশ নিয়েছিল। পরে এটি সাবাহ প্রদেশের তাওয়াওয়ের একটি স্কুলের ওপর বিধ্বস্ত হয়। মঙ্গলবার সকালে উড্ডয়নের মাত্র দুই ঘণ্টা পরই বিধ্বস্ত হয় কপ্টারটি। তবে দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন হেলিকপ্টারের ১৪ আরোহী।

কপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ কর্মকর্তা মোহামেদ এফেনদি বলেছেন, হেলিকপ্টারটি স্কুলের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

টিটিএন/এবিএস

আরও পড়ুন