ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের দাতব্য সংস্থাকে অর্থ সংগ্রহ বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ০৪ অক্টোবর ২০১৬

অভিযোগ আর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি তার দাতব্য সংস্থার যথাযথ নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠিানটিকে অর্থ সংগ্রহ বন্ধের নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডারম্যানের।

এর আগে প্রায় দেড় যুগ ধরে কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।

অ্যাটর্নি জেনারেলে পাঠানো এক নোটিশে বলা হয়েছে, ট্রাম্প তার বিরুদ্ধে আনা বেশ কিছু মামলার নিষ্পত্তি করতে দাতব্য তহবিলের অর্থ ব্যবহার করেছিলেন। এর ফলে তিনি দাতব্য সংস্থা পরিচালনা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন।

এত অনিয়ম আর অভিযোগের রেশ ধরে বেশ বিপাকেই আছেন ট্রাম্প। নির্বাচনেরও আর বেশি দেরি নেই। দেখা যাক, এসব ধাক্কা কতটা সামলে উঠতে পারেন তিনি।

টিটিএন/এমএস

আরও পড়ুন